November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 8:04 pm

রাশিয়ায় জঙ্গি বিমান বিধ্বস্ত, নিহত ১৩

অনলাইন ডেস্ক :

রাশিয়ায় একটি এসইউ-৩৪ সুপারসনিক জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলের ইয়েস্ক শহরের একটি আবাসিক ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম রিয়া জানিয়েছে, প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে। পাইলট জানিয়েছেন, উড্ডয়নের সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। একপর্যায়ে ভবনটিতে আঘাতের পর আগুন ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে মাঝারি পাল্লার জঙ্গি বিমানটি একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হতে দেখা গেছে। এ সময় ৯তলা বিশিষ্ট ভবনটির একটি বড় অংশে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনার সময় প্যারাস্যুটের মাধ্যমে জরুরিভিত্তিতে বিমান থেকে অবতরণ করেন পাইলট। দুর্ঘটনার শিকার জঙ্গি বিমানটিতে গোলা ছিল বলে খবর ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ সেটি অস্বীকার করেছে। আক্রান্ত ভবনটি থেকে ৪০ শিশুসহ ২৫০ জনকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।