November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 7:27 pm

রাষ্ট্রীয় ক্ষমা পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

ব্যাপক দুর্নীতির দায়ে বাইশ বছরের কারাদন্ড ভোগ করছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছেন তিনি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইন তাঁকে ক্ষমা করেছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ক্ষমতার অপব্যবহারসহ জুলুম হুমকির অপরাধে ঊনসত্তর বছর বয়সি পার্ক গিউন-হাই ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন। এর আগের বছর তাঁকে অভিশংসন করা হয়। দক্ষিণ কোরিয়ায় তিনিই প্রথম কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা, যিনি অভিশংসিত হয়ে ক্ষমতা ছাড়েন। কাঁধ ও পিঠের নিচের দিকে ব্যথাজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন পার্ক। এসব সমস্যায় এ বছর তাঁকে তিন বার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয় গণমাধ্যম ইয়োনহাপের খবরে বলা হয়েছে নতুন বছরে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার তালিকায় পার্কের নাম থাকার পেছনে তাঁর অসুস্থতাও একটা কারণ ছিল। বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এর আগে পার্কের ক্ষমার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন বলে এবারের ঘোষণাটি বিস্ময় হয়েই এসেছে। পার্ক ছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হান মিয়ং-সুককেও শুক্রবার (২৪ ডিসেম্বর) দন্ড থেকে অব্যাহতি দিয়েছে দেশটির। ঘুষ নেওয়ার অপরাধে সুক ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত কারাদ- ভোগ করেছিলেন।