April 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 8:20 pm

রায়ে সন্তুষ্ট নই, তবে প্রত্যাশা পূরণ হয়েছে: মেজর সিনহার বোন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ‍তিনি বলেছেন, ‘প্রত্যাশা পূরণ হয়েছে, তবে সন্তুষ্ট নয়। রায় কার্যকর হলেই সন্তুষ্ট হবো।’

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি সাতজন আসামি খালাস পেয়েছেন।

ছেলে হত্যার রায় শুনতে সিনহার মা নাসিমা আক্তার মেয়ে শারমিন শাহরিয়া ফেরদৌসসহ কক্সবাজারে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ‘ এ রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে। বিশেষ করে প্রধান দুই আসামি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত লিয়াকত ও প্রদীপের ফাঁসির রায় হবে এমন প্রত্যাশা ছিল, আজ তা পূরণ হয়েছে। তখনি সন্তুষ্ট হবো রায় যখন কার্যকর হবে। ’ তিনি এই মামলায় সিনহার পক্ষে যে সব আইনজীবী লড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে পরিস্কার হয়েছে আইন তার যথাযথ নিয়মে চলছে। আইনে কেউ বাধা হতে পারেনি। কেউ যেন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন। প্রত্যেকেরই আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে। এই রায়ে তাই প্রতিষ্ঠিত হয়েছে।’

—-ইউএনবি