March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 8:51 pm

‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশা

ঈদের নাটক নিয়ে এরইমধ্যে বেশ ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। ঈদুল আযহায় দর্শকদের সামনে এবার রিক্সা চালক চরিত্রে হাজির হবেন তিনি। নাটকের শিরোনাম ‌’ রিক্সা গার্ল’।

আহমেদ তাওকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার।

‌’রিক্সা গাল’ নাটকে তিশার চরিত্রের নাম শিখা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল রেজাউল।

নাটকটি প্রসঙ্গে তিশা বলেন,‌’অভিনয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চরিত্র নির্বাচন। আমার এমনটাই মনে হয়। সেই চেষ্টা আমার কাজের মধ্যে সবসময় থাকে। এবারের রিক্সা গার্ল চরিত্রটিতে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা, দর্শক ভালো বলতে পারবে। সেই অপেক্ষায় রইলাম।’

‌’রিক্সা গার্ল’ নাটকের গল্পে দেখা যাবে এক সংগ্রামী নারী শিখাকে। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে, তার সংগ্রামের এক সংসার! প্রতিদিন সে তার রিক্সা নিয়ে কাজে যায়, বোনকে স্কুলে নামিয়ে!

তবে শিখার রিক্সা চালানোর পিছনে লুকিয়ে ‘রেজাউল’ নামের অন্য এক মানুষের গল্প। শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে! তখন পরী বাসায় একা থাকে। কখনো বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর!

অন্য দিকে শহরে রিক্সা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে ‘রিক্সা গার্ল’ নাটকের গল্প। আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে প্রচার করা হবে নাটকটি।

—ইউএনবি