November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 14th, 2021, 8:18 pm

রিজওয়ান কেন বালিশ নিয়ে ঘুরছেন?

অনলাইন ডেস্ক :

রোববার শেষ হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করে সবার নজর কেড়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে তিনি দুই দিন ছিলেন আইসিইউতে! তারপরও মাঠে নেমে খেলেন ৫২ বলে ৬৭ রানের নজরকাড়া ইনিংস। যদিও ম্যাচটা হেরে পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে। সেই দল নিয়েই পাকিস্তান এসেছে বাংলাদেশ সফরে। শুধু এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। শনিবার সকালে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান দল। এখানে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বিমানবন্দরে উপস্থিত ফটোগ্রাফারদের সৌজন্যে একটা ছবিতে সবার চোখ আটকে যায়। সতীর্থদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ান টিম বাসে উঠছেন হাতে একটা বালিশ নিয়ে! তারা থাকছেন পাঁচ তারকা হোটেলে। বিলাসী জীবন যাপনের সকল আয়োজনই সেখানে আছে। তাহলে দুবাই থেকে বালিশ নিয়ে আসতে হলো কেন রিজওয়ানকে? সেই ছবির সৌজন্যেই ফেলুদার ‘বাক্স রহস্য’এর মতো রিজওয়ানের ‘বালিশ রহস্য’ এর অনুসন্ধান শুরু হয়। এরপর জানা যা, রিজওয়ানের বিচিত্র শখের কথা। মানুষের তো কত কিছুই প্রিয় হতে পারে। কিন্তু বালিশ যে সেই প্রিয় তালিকায় থাকতে পারে- সেটা বিশ্বাস করা কঠিন! মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নাকি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে এলো বাংলাদেশে। পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ।