৪টি হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড শেষে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার নতুন ২টি মামলায় গোলাম দস্তগীর গাজীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করেন কাজী আহমেদুল্লাহ আহাদ ও মো. জুয়েল মিয়া। একটি মামলায় গাজীসহ ৪১ জনের নাম এবং অপর মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে আরও ১ হাজার জনকে।
সিদ্ধিরগঞ্জের ওই ২টি মামলা গাজী ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ অনেকে।
—–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম