November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 19th, 2024, 9:15 pm

রিশাদ প্রসঙ্গে যা বললেন অধিনায়ক শান্ত

অনলাইন ডেস্ক :

পূর্ণকালীন অধিনায়ক হওয়ার পরে প্রথম সিরিজেই বাজিমাত করলেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টিতে না পারলেও ওয়ানডে সিরিজ জয় করেছেন শান্তরা। শেষ ম্যাচে নতুন এই নেতার বাজির ঘোড়া ছিলেন রিশাদ হোসেন। গত সোমবার রিশাদের বোলিং ও ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ জিতে সিরিজ জয়ের কীর্তি গড়েন টাইগাররা। পুরো দেশ যেন বুঁদ হয়েছিল রিশাদ হোসেনে। তবে রিশাদকে নিয়ে এখনি ব্যস্ত হতে নিষেধ করেছেন শান্ত। সঠিক পরিকল্পনা নিয়ে এমন উঠতি ক্রিকেটার নিয়ে এগিয়ে যেতে চান টাইগার দলপতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে নাজমুল হোসেন শান্ত রিশাদকে নিয়ে বলেন, ‘প্রথমেই ওর বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। লেগ স্পিনার আমাদের নাই।

যদি শেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয়, ভালো বোলিং করছে সঙ্গে ব্যাটিংটা নিউজিল্যান্ড সিরিজে যেমন ছিল তার থেকে উন্নতি করেছে। তবে এখনো অনেক কিছু উন্নতি করার জায়গা রয়েছে। ও সেটা নিয়ে কাজও করছে। তো অবশ্যই খুব খুশি এবং এরকম খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য অবশ্যই খুব সহজ হয়ে যায়।’ উইকেটে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ৪৮ রানের জুটি গড়ে ধীরে সুস্থে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিল দলকে। তবে ৩৭তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন লঙ্কান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এতে মুহূর্তের জন্য বাংলাদেশ চাপে পড়েছে ভাবা হলেও রিশাদ ব্যাটিংয়ে নেমে প্রথম বোলেই হাসারাঙ্গার বলে ছয় হাঁকিয়ে তা কাটিয়ে দেন।

আর এরপরের দৃশ্য তো সবারই জানা। তাই সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় রিশাদ নামার আগে তাকে ব্যাট হাতে ঝড় তোলার এমন কোনো বার্তা দেওয়া হয়েছিল কি না, জবাবে তিনি বলেন, ‘মিরাজের আউট হওয়ার পর খানিকটা চিন্তা দেখা দিয়েছিল। কিন্তু রিশাদকে সেইরকম কোনো পরিকল্পনা দেওয়া হয়নি। ওকে শুধু এটাই বলা হয়েছিল যে ওর যেটা মনে চায় ঐভাবেই যেন ব্যাটিং করে, কাছাকাছি ম্যাচ ছিল ওভাবেই যেন ব্যাট করে।’

ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়ে তারকা বনে গেছেন রিশাদ। তবে তাকে নিয়ে এখনই এত আলোচনা করার প্রয়োজন নেই বলে মনে করেন অধিনায়ক। তার মতে এখনো এই লেগ স্পিনারের অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে। শান্ত বলেন, ‘খুবই ভালো ফিল্ডার। ব্যাটিংটার সঙ্গে উন্নতি করছে আস্তে আস্তে, বোলিংটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আজকেও যেই রকমভাবে বোলিং করেছে মাঝখানে গুরুত্বপূর্ণ একটা উইকেট নিয়েছে তো এটা তো অবশ্যই দলের জন্য ভালো। তবুও আমার মনে হয় এখনি খুব বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নেই। অনেক উন্নতির জায়গা আছে।’