March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 4th, 2023, 8:32 pm

রিয়াল মাদ্রিদকে টপকে গেছে অ্যাতলেতিকো

অনলাইন ডেস্ক :

আতোঁয়ান গ্রিজম্যানের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে কাদিজের বিপক্ষে অ্যাতলেতিকো জিতেছে ৫-১ গোলে। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদকে টপকে গেছে অ্যাতলেতিকো। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় অ্যাতলেতিকো। ইয়ানিক কারাসকোর পাস ধরে বাঁ-পায়ের শটে গোল করেন গ্রিজম্যান। ২৭তম মিনিটে থমাস লেমারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুন করেন গ্রিজম্যানই। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রধমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখেন গ্রিজম্যানরা। ৪৯তম মিনিটে আলভারো মোরাতা ও ৫৭তম মিনিটে কারাসকো গোল করেন। ৭২তম মিনিটে অ্যাতলেতিকোর জালে প্রথম বল পাঠায় কাদিজ। অ্যান্থোনি লোজানোর গোলে ব্যবধান কমায় দলটি। পরের মিনিটে আবারো ব্যবধান বাড়িয়ে নেয় অ্যাতলেতিকো। দলের পক্ষে পঞ্চম গোল করেন আর্জেন্টাইন তারকা নাহুয়েল মোলিনা। এতে ৫-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠল অ্যাতলেতিকো। সমানসংখ্যক ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। শিরোপা জয়ের খুব কাছাকাছি রয়েছে কাতালান ক্লাবটি।