অনলাইন ডেস্ক :
রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ প্রিমিয়ারা ডিভিশনের শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা নারী দল। এ নিয়ে টানা তৃতীয় মৌসুম কাতালান নারীরা লিগের শিরোপা জয় করলো। ছয় ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদকে ২২ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে পিছনে ফেলে বার্সার শিরোপা জয় নিশ্চিত হয়। এ পর্যন্ত লিগে খেলা ২৪টি ম্যাচেই জয়ী হয়েছে প্রভাবশালী কাতালান জায়ান্টরা। এই ম্যাচগুলোতে নারী দলটি প্রতিপক্ষের জালে ১৩৬টি গোল দিলেও হজম করেছে মাত্র ছয়টি। গত মৌসুমে লিগ, চ্যাম্পিয়ন্স রিগ ও কোপা ডে লা রেইনা জয়ের মাধ্যমে ঐতিহাসিক ট্রেবল জয়ের কৃতিত্ব দেখিয়েছিল বার্সেলোনা। ইতোমধ্যেই এবারের মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলার পর এবার লিগ শিরোপাও নিজেদের করে নিল ক্রিস্টিয়ানো টোরোর শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এবার দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কাপ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। পারফরমেন্সের বিচারে এই ম্যাচগুলোতে সুস্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নামবে বার্সা। সে কারনেই এবার বিরল কোয়াড্রাপল জয়ের পথে বার্সাকে অনেকেই এগিয়ে রেখেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ঘরের মাঠের ম্যাচটি ৯৯ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে। রিয়াল মাদ্রিদ ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তাদের নারী দলটিকে মাঠে নামিয়ে ইতিহাস রচনা করে। ধীরে ধীরে দলটি উন্নতি করার চেষ্টা করছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা প্রতিদিনই একটু একটু করে বার্সেলোনার প্রতিষ্ঠিত দলটির সাথে ব্যবধান কমিয়ে আনছে। বার্সার থেকে ২৯ পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মাদ্রিদ। নভেম্বরে নারীদের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিয়ার্ড এ্যালেক্সিয়া পুটেলাস কাল ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হবার পাঁচ মিনিট আগে দুই মিনিটের মধ্যে দুই গোল করে বার্সাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন পাট্রি গুইজারো ও জেনি হারমোসো। এর সাথে মাদ্রিদের জার্মান ডিফেন্ডার বাবেট পিটারের আত্মঘাতি গোলে বার্সেলোনার জয়ের ব্যবধান বেড়েছে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ