অনলাইন ডেস্ক :
আগামী দুদিনের মধ্যেই কাজাখস্তানে মোতায়েন রুশ নেতৃত্বাধীন বাহিনীর সেনারা চলে যেতে শুরু করবে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ মঙ্গলবার (১১ জানুয়ারী) এসব কথা বলেছেন। খবর এএফপির। সম্প্রতি কাজাখস্তানে জ্বালানির মূল্য দ্বিগুণ করে সরকার। এর প্রতিবাদে দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ রুশ নেতৃত্বাধীন জোট সেনাদের সহযোগিতা চান। এরপরই রাশিয়ার নেতৃত্বে প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে পাঠানো হয়। তোকায়েভ বলেন, সহিংস বিক্ষোভ ঠেকাতে আসা এসব সেনা প্রত্যাহারে ১০ দিনের বেশি সময় লাগবে না। গত সপ্তাহে ওই বিক্ষোভ শুরুর পর সরকারবিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেড় শতাধিক মানুষ নিহত হন।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু