অনলাইন ডেস্ক :
সমসাময়িক অনেকের চেয়ে একটু বেশি সময় নিতে হলো ওটিটিতে নাম লেখানোর জন্য জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে। এরইমধ্যে পর পর দু’টি সিরিজে যুক্ত হলেন তিনি। ‘ওসমান’ শিরোনামের একটি ওয়েব সিরিজের মধ্যদিয়ে যাত্রা শুরু করেন তিনি। এর নির্মাতা মেহেদি হাসান টিংকু। এদিকে এখন এই গ্ল্যামারকন্যা ব্যস্ত আছেন ‘রূপকথা নয়’ শিরোনামের অন্য আর একটি ওয়েব সিরিজ নিয়ে। এতে তিনি অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। এটি নির্মাণ করছেন গোলাম সোহরাব দোদুল। ওটিটির কাজ প্রসঙ্গে মৌসুমী বলেন, দু’টি ওয়েব সিরিজে ভিন্ন রকমভাবে দর্শকদের সামনে আসবো। অনেক দিন অপেক্ষায় ছিলাম নতুন কিছুর জন্য। ওটিটির দু’টি কাজের মধ্য দিয়ে সেটি পূরণ হচ্ছে। চ্যালেঞ্জিং চরিত্র পেলে ওটিটিতে নিয়মিত কাজ করতে আপত্তি নেই। এদিকে এই গ্ল্যামারকন্যার হাতে আছে সরকারি অনুদানের ‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামের একটি চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন নির্মাতা ও অভিনেত্রী হৃদি হক। এতে একজন বিপ্লবী মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন। ‘সাদাসিধে ছোটভাই’ ‘বাজিমাত, ‘মেহমান’ ও ‘মধুমতি’সহ একাধিক ধারাবাহিক নাটক। টিভি নাটক প্রসঙ্গে তিনি বলেন, টেলিভিশনের কাজেও ব্যস্ত আছি। অভিনয় ছাড়া তো আমার অন্য কোনো পেশা নেই। তাই সবসময় অভিনয়ে ডুবে থাকতে হয়।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ