November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 16th, 2023, 8:10 pm

রেকর্ড গড়ে পিএসজিকে জয় এনে দিলেন মেসি

অনলাইন ডেস্ক :

কয়েকদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর এক রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি। পর্তুগিজ তারকাকে সরিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার গোলের আরেক পরিসংখ্যানে রোনালদোকে ছুঁয়ে ফেললেন মেসি। গতরাতে লেন্সের বিপক্ষে খেলতে নেমে পিএসজির জয়ে শেষ গোলটি করে শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর পাশে বসেছেন মেসি। আর মাত্র একটি গোল হলেই সিআর সেভেনকে টপকে শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি। শনিবার লিগ ওয়ানের ম্যাচে লেন্সের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে মেসির পিএসজি। এই জয়ে লিগ ওয়ানের শিরোপার আরেকটু কাছে চলে গেলো দলটি। ভিতিনহা আর এমবাপ্পের দুই গোলের পর দলের জয়ে তৃতীয় ও শেষ গোলটি করেছেন মেসি। এই গোলেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর সমান গোল করে এখন শীর্ষস্থানে আছেন মেসি। দুই মহাতারকার গোলসংখ্যা এখন ৪৯৫টি। আর একটি গোল করলেই রোনালদোকে ছাড়িয়ে এককভাবে এল তালিকায় সবার উপরে উঠে যাবেন মেসি। উয়েফার র‌্যাঙ্কিং অনুযায়ী ইউরোপের শীর্ষ পাঁচটি লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা ও লিগ ওয়ান। এই পাঁচ লিগের মধ্যে তিন লিগে খেলেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে দুই দফায় খেলে করেছেন ১১৯ গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগাতে করেছেন ৩১১ গোল আর জুভেন্টাসের হয়ে ইটালিয়ান সিরি আ’তে করেছেন ৮১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে মেসি খেলেছেন লা লিগাতে আর বর্তমানে আছে লিগ ওয়ানে। লা লিগাতে বার্সেলোনার জার্সি গায়ে ১৭ মৌসুম খেলে করেছেন ৪৭৪ গোল। আর ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৫২ ম্যাচে করেছেন ২১ গোল।
লেন্সের বিপক্ষে খেলতে নামার আগে ৪৯৪ গোল নিয়ে তালিকার দুই নম্বরে ছিলেন মেসি। ম্যাচে জোড়া গোল করলেই ছাড়িয়ে যেতে পারতেন রোনালদোকে। সেটি না হলেও অবশ্য অচিরেই রোনালদোকে ছাড়িয়ে যাবেন মেসি। গত ডিসেম্বরে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় রোনালদোর সামনে সুযোগ নেই আর গোল বাড়িয়ে নেওয়ার। মেসির সামনে সুযোগ থাকছে রোনালদোর রেকর্ড ভেঙে নিজেকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার।