April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 8:57 pm

রেকর্ড সংখ্যক বিদায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

অন্যরকম এক আক্ষেপ নিয়ে কুলাউড়া ছাড়লেন বিদায়ী ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। অল্পের জন্য সংবর্ধনার সেঞ্চুরীটা করে যেতে পারলেন না তিনি। আর মাত্র দু’চার দিন সময় পেলে সেঞ্চুরীটা হয়তো করে যেতে পারতেন।পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে সুনামগঞ্জে নতুন কর্মস্থল হয়েছে তাঁর। এই প্রজাতন্ত্রের মালিক জনগন আর সরকারী কর্মচারীরা তার সেবক মাত্র। সংবিধানের এই অমীয় বাণী সরকারের যে ক’জন কর্মকর্তা কর্মচারী অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন বিদায়ী ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ছিলেন তার মধ্যে অন্যতম। তাঁর বদলীর খবর শুনে হাউ মাউ করে কেঁদেছেন অনেকে। সর্বস্থরের মানুষ তাঁকে শেষ বারের মতো সম্মান জানাতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দেয়।কে কার আগে সংবর্ধনা দেবে এ নিয়ে হুলস্তুল কান্ড শুরু হয়। গুনে গুনে তাঁকে ৭৪টি সংবর্ধনা প্রদান করা হয়। তাঁকে যারা সংবর্ধনা দেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, স্থানীয় এমপি, কুলাউড়া উপজেলা পরিষদ, কুলাউড়া পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা এলজিইডি, উপজেলা অফিসার্স ক্লাব, কুলাউড়া পুলিশ প্রশাসন, কুলাউড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), উপজেলা ঠিকাদার সমিতি, কুলাউড়া ‍উপজেলা স্কাউট্স, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ, উপজেলা ব্যাংকার্স এসোসিয়েশন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলাউড়া সরকারি কলেজ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি, উপজেলা ডিলার এসোসিয়েশন টিসিবি, উদার দিগন্ত সাহিত্য সংসদ, কালিটি চা বাগান, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্টী, বাবনিয়া হাসিমপুর মাদ্রাসা, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, জাতীয় তরুণ সংঘ, রেলওয়ে জুনিয়র স্কুল, আলোর পাঠশালা, কুলাউড়া স্টুডেন্টস এসোসিয়েশন।