April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 20th, 2022, 7:11 pm

‘রেডিও’ চলচ্চিত্রে একসঙ্গে রিয়াজ-মম

অনলাইন ডেস্ক :

আবারও কাজে ফিরলেন চিত্রনায়ক রিয়াজ। মহান একাত্তরের সাত দিনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’। যেখানে মুখ্য চরিত্রে রিয়াজের সঙ্গে দেখা যাবে জাকিয়া বারী মমকে। সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। এর গল্পটা এমন- ১৯৭১ সাল। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসমাবেশে তৎকালীন প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করা হয়। যা করেন ছাত্রনেতা আ স ম আবদুর রব। আর ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশে ভাষণ রাখেন। প্রথমটির মতো এটাও বেতারের মাধ্যমে পুরোদেশের মানুষের কাছে পৌঁছে যায়। মহান মুক্তিযুদ্ধে বার্তা পৌঁছে দিতে এই সাত দিন বেতারের যে অবদান, তা নিয়েই সিনেমা ‘রেডিও’। চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘প্রাথমিকভাবে পরিচালকের সঙ্গে কথা হয়েছে। বিস্তারিত কথা হলে তখন সবটুকু বলতে পারবো।’ অনন্য মামুন জানান, দ্রæতই এর শুটিং শুরু হবে। আগামী ২৫ ফেব্রæয়ারি হবে ক্যামেরা ওপেন। আরও বললেন, ‘মুক্তিযুদ্ধের সময় রেডিও যে কীভাবে ও কতটা ভ‚মিকা রেখেছে- তা সেই প্রজন্মও এখনও উপলব্ধি করতে পারে। এতে আমরা ১৯৭১ সালের ২ মার্চ থেকে ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে কিছু মানুষের ঘটনা তুলে ধরবো। এতে মুখ্য দুই চরিত্রে থাকবেন রিয়াজ ও মম।’ তিনি আরও জানান, দু’এক দিনের মধ্যেই এই দুই তারকা চুক্তিবদ্ধ হবেন।