November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 5th, 2022, 8:01 pm

রেফারিদের কাছে দশ দিন সময় চাইলো বাফুফে

অনলাইন ডেস্ক :

করোনার কালে বিপদে ছিলনা কে? ক্লাবগুলো আর্থিক ঝুঁকিতে, খেলোয়াড়রা ছিল বেতন কর্তনের শঙ্কায়, খেলা তো ছিলই না, বন্ধ ছিল রেফারিদের আয়ও। বৈশ্বিক দুঃসময়ে তাও না হয় মেনে নেওয়া যায়; কিন্তু এই সময়ে দীর্ঘদিনের বকেয়া পেলেও তো রেফারিদের সংসারের চাকা চলে। কিন্তু সেই বকেয়া ঠিকমত পরিশোধ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত দুই মাস আগে বকেয়া পরিশোধ, ম্যাচ ফি, যাতায়াত ভাতা সহ আরও অনেক বিষয় নিয়ে বাফুফের নিকট বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়েছিল। ৩০ মে’র মধ্যে রেফারিরা ফেডারেশনকে সিদ্ধান্ত জানাতে বলেছিলেন কিন্তু সেই চিঠির কোনো উত্তর এখনো পায়নি তাঁরা। সেই সিদ্ধান্ত না পেয়ে ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে রেফারিরা চলমান চ্যাম্পিয়নশিপ লিগ পরিচালনা করতে অস্বীকৃতি জানায়। এরপরেই টনক নড়েছে বাফুফের। তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে রেফারিদের কাছে সময় চেয়েছে বাফুফে। রেফারিজ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের যৌথ স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে রেফারিদের দাবিগুলো বাফুফের সক্ষমতা অনুযায়ী দশ কার্যদিবসের মধ্যে কার্যকরী পদক্ষেপের সিদ্ধান্ত নেবে। এখন দেখা যাক, কি সিদ্ধান্ত নেয় বাফুফে!