প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ রেলওয়েকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে, যা বিগত বিএনপি শাসনামলে ভেঙে পড়েছিল।
তিনি বলেন, ‘আমরা বিআরটিসিকে যেমন লাভজনক করেছি, আজ আমরা প্রমাণ করেছি যে রেল পরিষেবা লাভজনক করা যায়।’
বুধবার দুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মোবাইল রেল জাদুঘর এবং ৪৬টি লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি সরকার বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল।
তিনি বলেন, এখন বাংলাদেশ রেলওয়ে একটি লাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় তিনি বাংলাদেশ রেলওয়ের ৩০টি মিটার-গেজ লোকোমোটিভ এবং ১৬টি ব্রড-গেজ লোকোমোটিভ চালু করে এসব যানবাহনকে ফ্ল্যাগ অফ করে এবং সেই সাথে ব্রডগেজ কোচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব মোবাইল রেল জাদুঘর ও একটি মিটারগেজ কোচ উদ্বোধন করেন।
তিনি বাংলাদেশ রেলওয়ের সেবা ও মুনাফা সম্প্রসারণের জন্য আরও জনবল নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘রেলওয়েতে জনবলের ঘাটতি রয়েছে। সেখানে জনবল বাড়াতে হবে। এ জন্য ইতোমধ্যেই একটি পদক্ষেপ নেয়া হয়েছে। আমি মনে করি এটি শিগগিরই কার্যকর করা উচিত।’
তিনি বলেন, জনবল নিয়োগ করা হলে বাংলাদেশ রেলওয়ে আরও বেশি লাভজনক হবে, রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারিত হবে। বর্তমান সরকার কর্তৃক নির্মিত রেলপথগুলো উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম