অনলাইন ডেস্ক :
রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার পরেও জরিমানাসহ ভাড়া আদায় করার পর বরখাস্ত হওয়া সেই টিটিই শফিকুল ইসলামকে তার নির্দিষ্ট পদে পুনর্বহাল করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহিদুল ইসলাম এ তথ্য জানান। গত বৃহস্পতিবার রাতের পাবনার ঈশ্বরদি থেকে তিন যাত্রী বিনা টিকিটে ঢাকাগামী ট্রেন আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে উঠে এসি কামরায় বসলে ওই ট্রেনের টিটিই শফিকুল ইসলাম চেকিং এলে তাকে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নিকটাত্মীয় বলে পরিচয় দেয় ওই তিন যুবক। জানা যায়, ওই তিন যুবকের কাছে টিকিট না পাওয়ায় টিটিই শফিকুল ইসলাম জরিমানাসহ ভাড়া আদায় করায় তাকে বরখাস্ত করা হয়। ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে পাকশী রেলওয়ে। সরকারি পরিবহন কর্মকর্তা পাকশিকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি রোববার বরখাস্ত হওয়া ওই টিটিকে ডিসিও পাকশী দপ্তরে ব্যাখ্যার জন্য তলবও করা হয়। এদিকে রেলমন্ত্রী জানিয়েছেন বিনাটিকিটে ভ্রমণ করা তিন যাত্রী তার আত্মীয় নন। এ নিয়ে গত দুই দিন ধরে দেশজুড়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে ওই টিটিইকে কাজে পুনর্বহালের খবর দিল পাকশী রেলওয়ে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি