অনলাইন ডেস্ক :
সোমবার রাতে কিংস কাপের ম্যাচে দ্বিতীয় স্তরের ক্লাব আল ওহোদের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটি খেলেননি আল নাসরের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়াই অবশ্য ওহোদকে নিয়ে ছেলেখেলা করেছে আল নাসর। প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ স্টেডিয়ামে আল নাসর ৫-১ গোলে জিতেছে। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেন সাদিও মানে। তবে বিরতির ঠিক আগেই ভুল করে বসে ক্লাবটি। সেই ভুলের ফায়দা নিয়ে আল ওহোদকে সমতায় ফেরান পোলিশ স্ট্রাইকার কোনরাদ মিচালাক।
সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ভয়ংকর রূপে দেখা দেয় আল নাসর। ৬২তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেকো ফোফানা। ৭৩তম মিনিটে হেডে ব্যবধান ৩-১ করেন অ্যান্ডারসন তালিসকা। এরপর ৮১তম মিনিটে আইমান ইয়াহিয়া ও ৮৬তম মিনিটে সামি আল-নাজির গোল করে আল নাসরের ৫-১ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে কিংস কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস কাস্ত্রোর দল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা