April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 4th, 2021, 7:59 pm

রোনালদোর প্রথম ক্লাবসহ আট দলকে উয়েফার জরিমানা

অনলাইন ডেস্ক :

ইউরোপিয়ান ফুটবলের ফাইনানশিয়াল ফেয়ার প্লে বিধি ভঙ্গ করায় পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব স্পোর্টিং লিসবনসহ আটটি ক্লাবকে জরিমানা করেছে উয়েফা। স্পোর্টিং লিসবনের হয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইনানশিয়াল ফেয়ার প্লে আইন ভঙ্গ করার কারণে তাদের জরিমানা করা হয়েছে আড়াই লাখ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমান। লিসবনের লিগ প্রতিদ্বন্দ্বী পোর্তোকে জরিমানা করা হয়েছে ৩ লাখ ইউরো। এই জরিমানার অঙ্ক পরিশোধ করার জন্য তাদের হাতে সময় রয়েছে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে তা পরিশোধ না করলে উয়েফার তরফ থেকে আরও বড় শাস্তিও পেতে হতে পারে। উয়েফার জরিমানার মুখোমুখি হওয়া অন্য ছয় ক্লাব হলো স্পেনের রিয়াল বেটিস, কাজাখাস্তানের আস্তানা, রোমানিয়ার সিএফআর ক্লুজ, বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া, জিব্রাল্টারের মোনস কাল্প এবং পর্তুগালের স্যান্টা ক্লারা। এই ক্লাবগুলোকে জরিমানার কারণ হিসেবে উয়েফা জানিয়েছে, অতিরিক্ত প্রয়োজনীয় এবং পরিশোধযোগ্য অর্থ দেওয়ায় অসম্মতি জানিয়েছে ক্লাবগুলো।