April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 8th, 2022, 8:28 pm

রোনালদোর ভবিষ্যৎ ঘিরে গুঞ্জন

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ ঘিরে ছড়াচ্ছে নানারকম গুঞ্জন। এবার এলো নতুন খবর, ‘ক্লাব ছাড়তে ইচ্ছুক’ পর্তুগিজ তারকা নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম সফরে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাবের একটি সুত্র রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। এরইমধ্যে নাকি ইউনাইটেডকে বিষয়টি জানিয়েও দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। নতুন মৌসুমের জন্য গত সোমবার থেকে শুরু হয়েছে ইউনাইটেডের প্রস্তুতি পর্ব। ক্লাবের সূত্র ধরে ওইদিন ব্রিটিশ পত্রিকা ‘দা মিরর’ জানায়, পারিবারিক কারণ দেখিয়ে রোনালদো অনুশীলনে উপস্থিত হননি। গনমাধ্যমের খবর, একই কারণ দেখিয়ে এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি তিনি। এরপরই এলো নতুন খবর। থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন না রোনালদো। রয়টার্সকে ক্লাবের ওই সুত্র বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এটাও জানিয়েছে যে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই তাদের। রোনালদো কবে দলের সঙ্গে যোগ দিতে পারেন, তা এখনও অনিশ্চিত। ইউনাইটেড থেকেই ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়ে সফল ৯ বছর কাটিয়ে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। সেখানে ৩ বছর খেলার পর ২০২১-২২ মৌসুমের শুরুতে দুই বছরের চুক্তিতে ইউনাইটেডে ফিরে আসেন রোনালদো। ৩৭ বছর বয়সেও দলটির মৌসুম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে করেন ২৪ গোল। তবে ব্যক্তিগতভাবে রোনালদোর জন্য মৌসুমটা দারুণ গেলেও ইউনাইটেডের জন্য তা ছিল ভীষণ হতাশাজনক। আরেকটি শিরোপাহীন মৌসুম কাটানো দলটি প্রিমিয়ার লিগ শেষ করে ছয়ে থেকে। তাই নতুন মৌসুমে তাদের খেলতে হবে ইউরোপা লিগে। ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে না থাকতে পারাই রোনালদোর দলবদলের ইচ্ছার বড় কারণ বলে ধারণা করা হচ্ছে। আগামী ১২ জুলাই ব্যাংককে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম সফর শুরু করবে ইউনাইটেড। শেষ ম্যাচে আগামী ২৩ জুলাই তারা খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আগামী ৭ অগাস্ট এরিক টেন হাগের দলের এবারের প্রিমিয়ার লিগে প্রথম প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।