অনলাইন ডেস্ক :
বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যে কয়জন হাতে গোনা ফুটবলার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৬ বছর বয়সেও তিনি ১৮ বছরের তরুণের মতো টগবগে। মাঠে ছুটে বেড়াতে তার জুড়ি নেই। জুভেন্তাস থেকে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে নিয়মিত গোল করে যাচ্ছেন। কিন্তু আর কতদিন মাঠে দেখা যাবে সিআর সেভেনকে? ম্যান ইউ কোচ উলে গুনার সুলশার তো মনে করেন, রোনালদো ৪০ বছর বয়সেও ফুটবল খেলে যাবেন! ৩৬ বছর বয়সে যেখানে ফুটবলারদের ক্যারিয়ার শেষ হয়ে যায়, সেখানে সিআর সেভেন যেন বয়সকে পাত্তাই দিচ্ছেন না! ইউনাইটেডে পুনরাভিষেকের পর তিন ম্যাচে চার গোল করে তাক লাগিয়ে দিয়েছেন। সুলশার-রোনালদোর দল এখন পয়েন্ট তালিকায় আছে তিনে। সিআর সেভেনকে নিয়ে সুশলার বলেছেন, ‘আমি মোটেও অবাক হব না যদি ৪০ বছর বয়সেও সে খেলতে থাকে। যেভাবে সে নিজের দেখভাল করে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেনেটিক ব্যাপার তো অবশ্যই আছে। এই জায়গায় আসতে সে নিজের চেষ্টা ও সামর্থ্যরে প্রতিটি বিন্দু নিংড়ে দিয়েছে। তার মানসিকতা এখনও নিখুঁত এবং ভেতরের তাড়নাও প্রবল।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা