November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 14th, 2024, 8:28 pm

রোহিঙ্গাদের জন্য ইরানের খাদ্য সহায়তা

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে ইরান।

রবিবার (১২ মে) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ৪ নম্বর ক্যাম্পে এ খাদ্যসামগ্রী বিতরণ করে ইরানের একটি প্রতিনিধি দল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলি খামেনেয়ির পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এই খাদ্য সহায়তা পাঠানো হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলি খামেনেয়ির দপ্তরের প্রতিনিধি ড. সাইয়্যেদ আলিযাদেহ মাহদি মুসাভি।

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও ছিলেন খুলনা ইসলামি শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান খাদ্যসামগ্রী নিয়ে আগত প্রতিনিধিরা।

২০১৭ সালের আগস্টে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয় রোহিঙ্গারা। সে সময় থেকে রাষ্ট্রবিহীন এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে।

—–ইউএনবি