April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 27th, 2021, 12:06 pm

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন: গ্রেপ্তার আরও ৪

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের একটি মাদরাসায় ছয় খুনের ঘটনায় ক্যাম্পের এক হেড মাঝিসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোর রাতে উখিয়া পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- ক্যাম্প-১০ এর হেড মাঝি শফিউল্লাহ, ফরিদ হোসেন, জাহেদ হোসেন ও মো. হাশেম।

উখিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত গাজী সালাহউদ্দিন জানান, রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় এজহার নামীয় পাঁচ জনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হলো।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ছয় রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ২৫০ জনকে আসামি করে গত শনিবার রাত পৌনে ১২টার দিকে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। নিহত মাদরাসা ছাত্রদের একজন আজিজুল হকের বাবা ও উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফসিার (পুলশি সুপার) মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, ছয় রোহিঙ্গা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

–ইউএনবি