November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 25th, 2021, 7:29 pm

রোহিঙ্গা ক্যাম্প থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে পানির ছড়া থেকে এক বন্য বাচ্চা হাতির মরদেহ উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এসপি তারিকুল ইসলাম।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় টেকনাফে ১৬ এপিবিএন এর আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) তাঁরকাটার বেষ্টনীর বাইরে আনুমানিক ৫০০ গজ পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি বন্য হাতি মৃত অবস্থায় দেখা যায়। বন্য হাতি মৃত্যুর খবর ক্যাম্প এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক সাধারণ রোহিঙ্গারা ভিড় জমায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়।

এসপি তারিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বন্য হাতিটি ৩-৪ দিন আগে মারা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হয়েছে।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ওই ক্যাম্পের পাহাড়ের ঝিরিখাল থেকে আরও একটি মৃত হাতি উদ্ধার করেছিল আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

—-ইউএনবি