November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 8:54 pm

র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে অশ্বিন

অনলাইন ডেস্ক :

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর পথে বল হাতে বড় অবদান রাখার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসির এই সংস্করণের বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন ভারতীয় এই স্পিনার। পুরুষদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারায় ভারত। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া অশ্বিন দ্বিতীয়ভাগে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। প্রতিপক্ষের টপ ও মিডল অর্ডারে ধস নামিয়ে সেবার নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ অগ্রগতি হয়েছে অশ্বিনের। ২০১৭ সালের পর শীর্ষে ওঠার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। চূড়ায় থাকা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে তার রেটিং পয়েন্টের ব্যবধান কেবল ২১। কামিন্সের পয়েন্ট ৮৬৭, অশ্বিনের ৮৪৬। চোট কাটিয়ে ফেরার ওই ম্যাচে চমৎকার বোলিং উপহার দেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর বাঁহাতি স্পিনে দ্বিতীয়ভাগে ধরেন দুই শিকার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ষোড়শ। ব্যাট হাতেও বড় অবদান রাখেন জাদেজা। একমাত্র ইনিংসে ৭০ রান করেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় তিনি আছেন ৩২তম স্থানে। এই পারফরম্যান্সে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটি আরও মজবুত করলেন জাদেজা। বোলিংয়ে ¯্রফে এক উইকেট নিতে পারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন আকসার প্যাটেল। খেলেন ৮৪ রানের ইনিংস। এতে অলরাউন্ডারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৭ নম্বরে তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়া বোলিংয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি। ম্যাচে ১৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ৪২ ধাপ এগিয়ে এখন ৪৬তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ইনিংসে ১২০ রান করে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক এখন অষ্টম স্থানে। ব্যাটসম্যানের মধ্যে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। বাজে পারফরম্যান্সে তার দুই সতীর্থ ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজার অবনতি হয়েছে। ৬ ধাপ পিছিয়ে ২০তম স্থানে ওয়ার্নার, দুই ধাপ নিচে নেমে দশম স্থানে খাওয়াজা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৮২ রানের ইনিংস খেলা ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৪ ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী তেজনারাইন চন্দরপল এগিয়েছেন ২৮ ধাপ। ওই ম্যাচেই ২০৭ রানের অপরাজিত ইনিংস খেলা চন্দরপল আছেন ৫৮তম স্থানে।