November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 8:02 pm

লকডাউনের স্মৃতি ফিরিয়ে আনছে রাজকুমার রাওয়ের ‘ভিড়’

অনলাইন ডেস্ক :

মুক্তি পেয়েছে রাজকুমার রাওয়ের নতুন ছবি ‘ভিড়’-এর ট্রেলার। এই ছবিতে উঠে আসবে কোভিড-১৯-এর ভয়ংকর স্মৃতি। ভারতে কোভিড-১৯ মহামারির আঘাত হানার কিছুদিন পরই যে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করা হয়, সেই সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। আরও স্পষ্টভাবে বললে, লকডাউনের সময়টা অভিবাসী শ্রমিকদের কতটা কষ্টের মধ্যে দিন পার করতে হয়েছে, সেই গল্প বলবে ‘ভিড়’। ইউটিউবে টি সিরিজের পক্ষ থেকে প্রকাশিত দুই মিনিটের একটি ভিডিও ট্রেলার প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে ফুল লকডাউন ঘোষণা করছেন। আর তারপরই লাখ লাখ অভিবাসী শ্রমিক বাড়ি ফেরার জন্য উঠেপড়ে লাগেন। ঝড়-ঝাপটা সামলে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। আর এ সময় তাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে, যে অত্যাচারের সম্মুখীন হতে হয় তাদের, সেগুলোই তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে তাদের কীভাবে মারধর করা হয়েছে, তাদের গায়ে জীবাণুনাশক ছড়ানো হয়েছে। রাজকুমার রাওকে এখানে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে। এখানে তাকে দুস্থ, গরিবদের জন্য লড়াই করতে দেখা যাবে। ট্রেলারে দিয়া মির্জাকেও দেখা গিয়েছে। এ ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন কৃতী কামরা। অন্যদিকে ভিন্ন আরেকটি চরিত্রে থাকবেন পঙ্কজ কাপুর। ট্রেলারে দেখা যায়, তিনি তার সন্তানদের বাসে খাবার খেতে দেন না। কারণ, সেই খাবার একজন মুসলিম ব্যক্তি দিচ্ছিলেন। কারণ, সে সময় গুজব ছড়িয়েছিল যে, করোনাভাইরাস নাকি তাবলিগ জামাতের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে। ভূমি পেডনেকারকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। তিনি রাজকুমারের চরিত্রে একটি বিরাট পরিবর্তন আনবেন। কীভাবে? সেটা ছবি দেখলেই বোঝা যাবে। ট্রেলার শেষও হয়েছে একটি চমকপ্রদ দৃশ্য দিয়ে, সেখানে দেখা যাচ্ছে আশুতোষ রানা রাজকুমারকে চড় মেরে জিজ্ঞেস করছেন যে তিনি কেন হিরো হতে চাইছেন? লকডাউনের সময় দেশজুড়ে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটিই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। ‘ভিড়’ মুক্তি পাবে ২৪ মার্চ। সূত্র: হিন্দুস্তান টাইমস।