March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 12th, 2021, 8:56 pm

লকডাউন বাস্তবায়নে রাজধানীতে আরও ৬০৪ জন গ্রেপ্তার

কঠোর লকডাউনে রাজধানীর বিভিন্ন সড়কে কঠোর অবস্থানে পুলিশ। মতিঝিল এলাকায় পুলিশের চেকপোস্ট। ছবিটি সোমবার তোলা।

নিজস্ব প্রতিবেদক :

চলমান কঠোর লকডাউনের ১২তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হয়েছেন ৬০৪ জন। ১৬৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। এ ছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার টাকা। গতকাল সোমবার পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তার হয়েছেন ৭ হাজার ৯৫২ জন। সোমবার (১২ জুলাই) লকডাউনের ১২তম দিনে অভিযানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। এদিন সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, লকডাউনের ১২তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ ১২তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে গত রোববার গ্রেপ্তার হন ৭০৮ জন। ১৮৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ২৪৪টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। আর শনিবার গ্রেপ্তার হয়েছিলেন ৭৯১ জন। ২১২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩৬১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছিল ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা।