লক্ষ্মীপুরের রামগতি বাজার ও চরগাজীর জয়নাল মিয়ার তেমুহানীতে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে।
পুড়ে যাওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ফার্মেসি, মুদি দোকান, ইলিকট্রনিক ও মনোহারি দোকান।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, জয়নাল মিয়ার তেমুহানীতে হঠাৎ আগুনের শিখা দেখতে পায় স্থানীয়রা। এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে রামগতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৫টি দোকান।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চরগাজী ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন জানান, দুইটি জায়গায় অগ্নিকাণ্ডে পুড়েছে ২৫টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জয়নাল মিয়ার তেমুহানীর ব্যবসায়ীরা। সেখানে ২০টি দোকান পুড়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময় মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈদ্যৎুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি