লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহিদ দিবস পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে ডাকবাংলো ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ২১ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফেরার সময় বিএনপি সমর্থকরা অশ্লীল স্লোগান দেয়। এ সময় আ’লীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুতান বলেন, বিএনপি নেতাকর্মীরা সহিংসভাবে মিছিল করে এই দিনের পবিত্রতা ক্ষুন্ন করেছে। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষায় স্লোগান দিয়েছে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় বিএনপি সমর্থকরা ।
এ ঘটনায় আওয়ামী লীগের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছে উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।
এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি