লক্ষ্মীপুরে রায়পুরে আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়।
সাজা প্রাপ্তরা হলেন রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আলম (৫০)ও তার ছেলে জুয়েল (২০)।
আদালত সূত্র জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর গ্রামের নাছির আলীর বাড়ীতে ২০১৫ সালের ২৮ জুলাই ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মান্নানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইসমাইল জবিউল্লাহ বাদী হয়ে থানায় দুইজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ একই বছরের ২৫ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি ও একাধিক স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত ফিরোজ ও তার ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডের রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি