অনলাইন ডেস্ক :
আর্সেনাল থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার ফোলারিন বালোগানের ৯৬ মিনিটের গোলে রেইমস ১০ জনের পিএসজির সঙ্গে লিগ ওয়ানে ১-১ গোলে ড্র করেছে। গত রোববার পার্ক ডি প্রিন্সেসে বিরতির পরপরই নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক পিএসজি। ঐ গোলের পরপর বদলি খেলোয়াড় মার্কো ভেরাত্তি সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তারপরও পূর্ণ তিন পয়েন্টের পথে ভালভাবেই এগিয়ে যাচ্ছিল পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে বালোগানের গোলে অবশ্য পিএসজির লক্ষ্য পূরণ হয়নি। দুর্দান্ত দক্ষতায় ম্যাচে ফিরে এসে এক পয়েন্ট নিয়ে স্বস্তির সাথে মাঠ ত্যাগ করেছে সফরকারীরা। এই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানেই থাকলো রেইমস। এর মাধ্যমে বেলজিয়ামে জন্মগ্রহণকারী ইংলিশম্যান ৩০ বছর বয়সী উইল স্টিলের অধীনে রেইমস তাদের অপরাজিত থাকার রেকর্ড ১৪ ম্যাচ পর্যন্ত উন্নীত করেছে। এনিয়ে এবারের মৌসুমে রেইমস পিএসজির সঙ্গে দুইবার ড্র করেছে। তারকাবহুল পিএসজরি বিরুদ্ধে স্টিলের তরুণ দলটি যে দক্ষতা দেখিয়েছে তাতে তাদের সামর্থ্য অনেকটাই প্রমাণিত হয়েছে। এ বছর এ নিয়ে চার লিগ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারালো পিএসজি। তারপরও অবশ্য লেন্সের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। দুই সপ্তাহ পর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন পিএসজির সামনে মূল চ্যালেঞ্জ। রোববার (২৯ জানুয়ারি) ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেন, ‘সার্বিকভাবে আমরা দলের পারফরমেন্স নিয়ে মোটেই সন্তুষ্ট নই। এখানে চিন্তিত হবার কিছু নেই। যত দ্রুত সম্ভব জয়ের ধারায় ফিরতে হবে। অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে খেলেও ৯৫ মিনিট শেষে গোল হজম করা পুরো দলের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টা খুবই বিস্ময়কর।’ বিশ্বকাপের পর এই প্রথমবারের মত গাল্টিয়ার মূল একাদশে একসাথে মাঠে নামিয়েছিলেন দলের তিন মূল তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে। শুরুতে পিএসজি ৪-২-৪ ফরমেশনে খেলতে থাকে। আক্রমণভাগে তারকা তিনজনের সাথে রাইট উইংয়ে যোগ দেন কার্লোস সোলার। প্রথমার্ধে মধ্যমাঠে অবশ্য ভেরাত্তির অনুপস্থিতি অনুভূত হয়েছে। এই সুযোগে রেইমস বিপদজনক হয়ে উঠতে থাকে। বিরতির পর ভেরাত্তি মাঠে নামার সাথে সাথেই এগিয়ে যায় পিএসজি। ৫১ মিনিটে নেইমারের গোলে ডেডলক ভাঙ্গে পিএসজি। মৌসুমে এটি নেইমারের ১৭তম গোল। এই গোলের পরপরই বিতর্কিত সিদ্ধান্তে পিএসজি ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভিতর মারকুইনহোসের ফাউলে রেইমকে প্রথমে পেনাল্টি উপহার দেয়া হয়। কিন্তু ভিএআর প্রমাণ পেয়েছে এই গোলের ঠিক আগেই ভেরাত্তি বাজেভাবে জুনায়া ইতোকে ফাউল করেছেন। এর ফলে ভেরাত্তিকে লাল কার্ড দেখানো হয়, একইসাথে অফসাইডের কারণে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়। এরপর পিএসজি পরপর দুটি গোল থেকে বঞ্চিত হয়। সার্জিও রামোসের হেড বারে লেগে ফেরত আসে, আশরাফ হাকিমির গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার বালোগান পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে পরাস্ত করলে ম্যাচে সমতা ফেরায় রেইমস। এবারের মৌসুমে এনিয়ে ১১তম গোল করলেন বালোগান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা