নিজস্ব প্রতিবেদক:
শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় দেড় ঘণ্টা বৃদ্ধি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার এক নির্দেশনার মাধ্যমে বিআইডব্লিউটিএ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দুই ব্যস্ত নৌরুটে ফেরি চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, সময় বাড়ানোর ফলে সাধারণ জনগণ উপকৃত হবেন। বর্তমানে এই দুই নৌরুটে ৮৭টির মতো লঞ্চ চলাচল করে।
বিআইডব্লিউটিএ’র পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী, রাত ৮টার পর থেকে এই রুটে লঞ্চ চলাচল স্থগিত থাকবে।
তবে এ দুই নৌরুটে সকাল ৬টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত স্পিডবোড চলবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি