অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি নাচের স্টুডিওতে গুলির ঘটনায় জড়িত হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী ৭২ বছর বয়সী একজন এশিয়ান যার নাম হু ক্যানন ট্র্যান। পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি সাদা রঙের ভ্যানের মধ্যে নিজেই নিজেকে গুলি করেছে। এর আগে গত রোববার ওই ভ্যানটিকে ঘিরে রেখেছিল পুলিশ। এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই বলে জানানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাদা রঙের ভ্যানটিতে চুরি হয়ে যাওয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, গোয়েন্দারা এখনও হামলার কোনো কারণ খুজে বের করতে পারেনি। তারা ট্র্যানের মানসিক অবস্থা এবং পূর্ববর্তী অপরাধের ইতিহাস খতিয়ে দেখছে। হামলায় কতগুলো বন্দুক ব্যবহার করা হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ একটি সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি হ্যান্ডগান উদ্ধার করেছে। এর মধ্যে একটি অস্ত্র ক্যালিফোর্নিয়ায় বৈধ নয়। তবে আরও তদন্ত দরকার। হামলায় আহত ১০ জনের মধ্যে সাত জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ এর আগে জানিয়েছিল যে হামলায় ১০ জন নিহত হয়েছেন। মার্কিন পুলিশ জানিয়েছে, হামলাকারী ট্র্যান আরও বেশি মানুষকে মারতে চেয়েছিলো। হতাহতদের বয়স সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, তারা সবাই ৫০ বছরের বেশি বয়সী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মনটারি পার্কে এই গুলির ঘটনা তদন্ত করতে সব ধরণের কেন্দ্রীয় সহায়তা দেয়া হবে যেহেতু জাঁতি ‘এ ঘটনার উত্তর খুঁজছে’। এক বিবৃতিতে তিনি বলেন, এশিয়ান-আমরেরিকান, স্থানীয় হাওয়াইয়ান এবং প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সম্প্রদায়ভুক্তরা এ ঘটনায় বেশি আঘাত পেয়েছেন। কারণ তারা ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া চন্দ্রবর্ষ উদযাপন করছিলেন। মনটেরি পার্ক এলাকা লস এঞ্জেলেস থেকে ১১ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এই এলাকায় প্রায় ৬০ হাজার বাসিন্দা রয়েছে যার অন্তত ৬৫ শতাংশই এশিয়ান। প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এই কা-জ্ঞানহীন হামলার কারণ সম্পর্কে আমরা এখনও তেমন কিছু যদিও জানি না। তবে আমরা জানি যে, অনেক পরিবার আজ রাতে শোক পালন করছে, অথবা প্রার্থনা করছে যে তাদের আপনজনেরা যাতে দ্রুত সেরে ওঠে।’ বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এ হামলায় হতাহতদের জন্য তিনি এবং তার স্ত্রী প্রার্থনা করছেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে মন্টেরি পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়। চন্দ্রবর্ষ উৎসব উপলক্ষে মন্টেরি পার্ক এলাকায় ওই সময় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২