ইউএনবি)- লালমনিরহাটের কালীগঞ্জে আগুনে পুড়ে গেছে ২৫ দোকান। এতে অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার তুষভান্ডার মধ্যবাজারে এ আগুন লাগে।
তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম জানান, সকালে তুষভান্ডার বাজারে ওষুধের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াদুদ সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সাভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করার চেষ্টা চলছে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি