লালমনিরহাটের আদিতমারী উপজেলার কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজে আগুনে দুটি শ্রেণিকক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসময় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে টিফিন শুরুর সময় আকস্মিকভাবে ষষ্ঠ শ্রেণির দুটি কক্ষে আগুনের ধোঁয়া দেখে ছাত্রীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে। পরে ওই শ্রেণিকক্ষের দরজা জানালাসহ আসবাবপত্রে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা যায়নি। প্রতিষ্ঠান প্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করার জন্য বলা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি