November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 11th, 2021, 11:52 am

লিওনেল মেসি এখন প্যারিসিয়ান

অনলাইন ডেস্ক :

সব গুঞ্জনের অবসান, লিওনেল মেসি এখন পিএসজির খেলোয়াড়। কর বাদে বছরে সাড়ে তিনশো কোটি টাকা বেতন পাবেন মেসি। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় পিএসজির মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে পিএসজি। সেখানেই বার্সেলোনার হয়ে রেকর্ড ৬৭২টি গোল করা মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ, লিওনেল মেসির পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে চলছিল গুঞ্জন। এরইমধ্যে ফ্রান্স গণমাধ্যমে খবর, চুক্তি হয়ে গেছে, প্যারিসে যাচ্ছেন মেসি।

বার্সেলোনা থেকে ব্যক্তিগত বিমানে প্যারিসের উদ্দেশে সপরিবারে উড়াল দেন মেসি।

বিমানবন্দরে নেমেই সমর্থকদের হাত নেড়ে জানান, সব অপেক্ষার হয়েছে অবসান। এসেছি আমি তোমাদের হতে। বিমানবন্দর থেকে সোজা ক্লাবে যান মেসি। পিএসজির জার্সি আর মাস্ক পরেই দেন মেডিকেল টেস্ট।

মেডিক্যাল শেষ, এবার পার্ক দে প্রিন্সেসে আর্জেন্টাইন সুপারস্টার। করলেন ৩০ নম্বর জার্সি উন্মোচন এরপর হাল্কা ফটোসেশন শেষে জার্সি গায়ে নেমে পড়লেন মাঠে।

প্যারিসে ফুটবল জাদুকর, তাকে এক নজর দেখতে অধীর অপেক্ষায় ভক্তরা। সামনে এলেন মেসি, সেকি বাধভাঙা উল্লাস। ভক্তদের সামলে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্লাব ওনারের সাথে সাক্ষাৎ। মেসিকে পেয়ে উচ্ছ্বসিত তারাও।

সবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। পিএসজির সাথে দুই বছরের চুক্তি সারলেন মেসি। ট্যাক্স বাদে বছরে সাড়ে ৩শ কোটি টাকা বেতন পাবেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। চাইলে আলোচনায় চুক্তির মেয়াদ বাড়তে পারে আরও এক বছর।

সাফল্যরাঙা ক্যারিয়ারে কাতালানদের পর এবার প্যারিসিয়ানদের কতটা দেবেন সেটাই দেখার অপেক্ষা।