অনলাইন ডেস্ক :
চিত্রনায়ক শাকিব খান দেশের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মেয়াদ না বাড়িয়ে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশে শাকিব খান বলেন, ২০২২ সালের ৩০ জুন ‘এসএমসি ওরস্যালাইন-এন’ এর সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। পরে তারা ওই চুক্তির মেয়াদ নবায়ন করেনি।
বুধবার (৬ সেপ্টেম্বর) এ প্রসঙ্গে ব্যারিস্টার ওলোরা আফরিন সাংবাদিকদের বলেন, শাকিব খানের ব্র্যান্ডমূল্য ও অনুমতি ছাড়া ৬ মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সাত দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেব। গত মঙ্গলবার ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছিলেন। ২০২২ সালের ৩০শে জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল এসএমসির।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ