March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 8:13 pm

লিবিয়ার মরুভূমিতে তৃষ্ণায় ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

খাওয়ার পানির অভাবে লিবিয়ার মরুভূমিতে অন্তত ২০ অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ভূমধ্যসাগরে নৌকাডুবে নিখোঁজ ৩০ জন। মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে লিবিয়ার মরুভূমিতে। চাদ সীমান্তের কাছে লিবিয়া প্রশাসনের উদ্ধারকারী দল মৃতদেহগুলো খুঁজে পেয়েছে। খুফরা শহর থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে মরুভূমির মাঝখানে একটি কালো পিকআপ ট্রাকের পাশে মৃতদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল বলে প্রশাসন সূত্র জানিয়েছে। ওই ট্রাকটি করেই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। মধ্য আফ্রিকান দেশ চাদ থেকে ওই ট্রাকটি আসছিল বলে ধারণা করা হচ্ছে। মরুভূমির মাঝখানে ট্রাকটি বিকল হয়ে যাওয়ায় অভিবাসনপ্রত্যাশীরা আটকে পড়েন বলে স্থানীয় পুলিশ মনে করছে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে খাবার পানিটুকুও তাদের শেষ হয়ে গেছিল। পানি না পেয়েই তাদের মৃত্যু হয়। পুলিশ আরও ধারণা করছে, প্রায় ১৪ দিন আগে ওই অভিবাসনপ্রত্যাশীরা মারা যান বলে মনে করা হচ্ছে। কারণ, তাদের মোবাইল থেকে শেষ কল করা হয়েছিল গত ১৩ জুন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে লিবিয়ার প্রশাসন জানিয়েছে, এক ট্রাকচালক রাস্তা হারিয়ে ওই পথে চলে গেছিলেন। তিনিই প্রথম মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।