অনলাইন ডেস্ক :
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এরপর ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা করে দুদক।
অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
২০০৪ সালের গ্রেনেড হামলা এবং একই বছর ধরা পড়া ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে বাবরের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম