November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 14th, 2024, 9:24 pm

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

অনলাইন ডেস্ক :

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। পাপুয়া নিউগিনি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দেশ। সে কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলের গভীর রাত প্রায় ১টা ১৩ মিনিটে এটি আঘাত হানে। এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গত বছরের এপ্রিলে দেশটির অভ্যন্তরীণ একটি জঙ্গলঘেরা এলাকায় ৭.০ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়। এ ছাড়া ১৮০টি বাড়ি ধ্বংস হয়ে যায়। সূত্র : এএফপি