November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 18th, 2022, 7:44 pm

শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে চাই: রাকিবুল

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে যাচ্ছেতাই শুরু বাংলাদেশের। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে সাত উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। ১০০ রানের কম পুঁজি নিয়ে জেতা কঠিন। ৯৭-এ গুটিয়ে যাওয়া বাংলাদেশ সেটা পারেওনি। ১৪৯ বল বাকি থাকতে অসহায় আত্মসমর্পণই করেছে রীতিমতো। ৪৪ রানের ইনিংসে সহজে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন জ্যাকব বেথেল। এমন হারের জন্য ব্যাটারদেরই দুষছেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান, ‘ব্যাটিংয়ে মোটেও ভালো করতে পারিনি। আমাদের ব্যাটিং নিয়ে বসতে হবে (আলোচনায়), উন্নতি করতে হবে আরো।’ ১১ নম্বর ব্যাটার রিপন ম-ল ৩৩ রান না করলে আরো হতশ্রী স্কোর হতে পারত বাংলাদেশের ইনিংস। রিপন শেষ দিকে ভালো করতে পারলে দলের সেরা ব্যাটারদের না পারার কারণ দেখেন না রাকিবুল, ‘পরের ম্যাচে শক্তিশালী ব্যাটিং নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমাদের অনেক ভালো ব্যাটার আছে। শেষ দিকে দৃঢ়তাও দেখিয়েছে ওরা। যদি আমাদের মূল ব্যাটাররা ভালো পারফরম করতে পারে তাহলে নিশ্চিতভাবেই পরের ম্যাচে ঘুরে দাঁড়াব আমরা।’ গ্রুপ ‘এ’তে বাংলাদেশ পরের দুই ম্যাচ খেলবে ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে। আরব আমিরাত প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছে ৪৯ রানে। আরব আমিরাতের ২৮৪ রানের জবাবে তারা গুটিয়ে যায় ২৩৫-এ। আইসিসির সহযোগী দুই দল নিয়ে না ভেবে নিজেদের সেরাটা খেলতে চান রাকিবুল, ‘এখনো দুই ম্যাচ বাকি। পরের রাউন্ডে যেতে দুটি ম্যাচই জিততে হবে। এজন্য খেলতে হবে নিজেদের সেরাটা। বোলিংয়ে আমরা ভালোই করেছি। উইকেট থেকে সহায়তা পেয়েছি। বোলিং আর ফিল্ডিং নিয়ে আমি খুশি। নজর দিতে হবে ব্যাটিংয়ে এবং উন্নতি করতে হবে।’ সেন্ট কিটসের উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এই বিপর্যয়টা কাটিয়ে উঠতে পারেনি আর। ১৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার ইংল্যান্ডের ১৭ বছর বয়সী ফাস্ট বোলার জশুয়া বয়ডেনের। দুর্দান্ত জয়ে শুরুর পর ইংল্যান্ডের অধিনায়ক টম প্রেস্টের উচ্ছ্বাস, ‘এটাই হয়তো সেরা শুরু। টস হারাটা ভালো ছিল। বাংলাদেশের মতো দলকে ১০০ রানের কমে আটকে রাখা অসাধারণ ব্যাপার।’