May 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 8:06 pm

শনিবার মহা ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

শনিবার (১ অক্টোবর) মহা ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় ৬০৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

গত বছরের তুলনায় এ বছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে ২১টি।

জেলার সদর উপজেলায় ৭৮টি, নাসিরনগর উপজেলায় ১৫১টি, নবীনগরে ১৩৩টি, বিজয়নগর উপজেলায় ৫৭টি, সরাইল উপজেলায় ৪৯টি, কসবা উপজেলায় ৫৪টি, বাঞ্ছারামপুর উপজেলায় ৪৭টি, আখাউড়া উপজেলায় ২২টি ও আশুগঞ্জ উপজেলায় ১৪টিসহ মোট ৬০৫টি মণ্ডপে পূজা করবে সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে পূজা শুরু হওয়ার শেষ লগ্নে মণ্ডপে-মণ্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। এছাড়াও বিভিন্ন মণ্ডপকে জাঁকজমকপূর্ণ করতে বর্ণিল সাজে তৈরি করা হচ্ছে প্যাণ্ডেলসহ বিভিন্ন অস্থায়ী ডেকোরেটেড স্থাপনা।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্নে প্রশাসনের সঙ্গে একাধিকবার মতবিনিময় হয়েছে। প্রশাসেন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, সে আলোকেই এবং উৎসবমূখর পরিবেশে আমরা এই উৎসব পালন করবো।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, মণ্ডপগুলোর সার্বিক নিরপাত্তায় সিসিটিভি স্থাপনসহ সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সকলের সমন্বয়ে আনন্দমুখর পরিবেশে বৃহৎ এ উৎসব পালিত হবে বলে আমরা আশাবাদী।

—-ইউএনবি