September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 13th, 2024, 4:24 pm

শপথ নিলেন আপিল বিভাগের ৪ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি শপথ নিয়েছেন।

এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি থেকে তাদের পদোন্নতি দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া।

নবনিযুক্ত চার বিচারপতি হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এ নিয়োগ দিয়েছেন, যা শপথের দিন থেকে কার্যকর হবে।

এর আগে গত শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এখন থেকে প্রধান বিচারপতি ও বিচারপতি আশফাকুল ইসলামের সঙ্গে এই চার বিচারপতি দায়িত্ব পালন করবেন।

—–ইউএনবি