May 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 27th, 2024, 8:16 pm

শরবত পান করে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পরিবারের ৪ জন

সিরাজগঞ্জের বেলকুচিতে ওরস্যালাইনের সঙ্গে ইস্পি (শরবত বানানোর উপকরণ) মিশিয়ে বানানো শরবত পান করে জিমহা খাতুন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার রাতে উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একই পরিবারের আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নিহতের মা পারভিন ও বোন রিয়ার অবস্থা আশঙ্কাজনক।

জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর জানান, সোমবার ইফতারের সময় ওরস্যালাইন ও ইস্পি পাউডার দিয়ে বানানো শরবত পান করেন কাইয়ুম উদ্দিনের স্ত্রী পারভীন খাতুন, তাদের মেয়ে জিমহা, রিয়া, নুরি ও ভাতিজি মিথিলা।

ওসি আরও জানান, শরবত খাওয়ার পর পরই সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বেলকুচির স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক সিরাজগঞ্জে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে ভর্তির পর জিমহা মারা যায়।

হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন বলেন, হাসপাতালে ভর্তির পর জিমহা নামের শিশুটি মারা যায়। তবে ওরস্যালাইন ও ইস্পি পাউডার মেয়াদ উত্তীর্ণ কি না তা জানা যায়নি।

—-ইউএনবি