April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 22nd, 2022, 7:40 pm

শরিফুল রাজের আরও এক সিনেমা মুক্তির মিছিলে

অনলাইন ডেস্ক :

সিনেমাপ্রেমীদের মুখে মুখে এখন চিত্রনায়ক শরিফুল রাজ। সম্প্রতি ‘পরাণ’ কাঁপিয়ে ‘হাওয়ায়’ ভাসছেন তিনি। রুচিশীল দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা তাঁর ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২৯ জুলাই। এরই মধ্যে নতুন খবর, শরিফুল রাজের আরও এক সিনেমা মুক্তির মিছিলে যুক্ত হয়েছে। নাম ‘রক্তজবা’; একজন শিক্ষক, ছিনতাইকারী ও পতিতার গল্প। সম্প্রতি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তির সম্ভব্য সময় আগামী সেপ্টেম্বর। সিনেমাটির নির্মাতা ‘কাঠবিড়ালী’-খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার ভাষ্য, “এই গল্পের সূত্রধর একটি চিঠি। সেটির সূত্র খুঁজতে গিয়েই ৩ জন ভিন্ন ঘরানার মানুষের সমান্তরাল জার্নি দেখানোর চেষ্টা করেছি। নির্মাণ হিসাবে এইটা আগেরটার (কাঠবিড়ালী) চেয়ে স্মার্ট মেকিং। গল্পটা আরও পরিণত। সবাই অভিনয় অসাধারণ করেছেন। নির্মাতা হিসেবে আমি খুশি ‘রক্তজবা’ বানিয়ে। সেই তিনজন মানুষ লুৎফর রহমান জর্জ, শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা। আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ। ‘রক্তজবা’য় একজন ছিনতাইকারীর চরিত্রে দেখা যাবে সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজকে। তিনি বলছিলেন, ‘‘এত দ্রুত সবকিছু ঘটছে, আসলে কি বলবো এখন বুঝতে পারছি না। ‘পরাণ’ নিয়ে টানা ব্যস্ত। আসছে ‘হাওয়া’। সেটির ব্যস্ততাও শুরু হলো। এরমধ্যে খবর পেলাম ‘রক্তজবা’ও প্রস্তুত। আমার তো ঈদ শেষ হচ্ছে না। তবে ছবিটির মুক্তির তারিখ ফিক্স হলে এটা নিয়ে অনেক কিছু বলার আছে। কারণ, এটাও আমার অসম্ভব আদরের একটা ছবি।’ ‘রক্তজবা’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু, অ্যাকটিং কোচ হিসেবে ছিলেন আসাদুজ্জামান আবির ও প্রধান সহকারী পরিচালক কেএম কনক।