November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 1st, 2022, 3:46 pm

শর্ত সাপেক্ষে বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

ফাইল ছবি

দেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় কয়েকটি শর্ত সাপেক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

রবিবার বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন তারিখের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কিছু শর্ত সাপেক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একাডেমি প্রাঙ্গণে একটি টিকাদান বুথ স্থাপনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এর আগে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা স্থগিত করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সাধারণত ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে তবে গত বছর করোনার কারণে ১৮ মার্চ থেকে শুরু হয়।

—ইউএনবি