April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 25th, 2023, 8:47 pm

শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

৮৩ বছর বয়সে মারা যাওয়া প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের প্রতি মঙ্গলবার বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

বিকাল ৪টার দিকে তার লাশ শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসেন।

প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রাজনীতিবিদ ড. কামাল হোসেন, জুনায়েদ সাকী, রাশেদ খান মেনন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া শতাধিক সংগঠনের নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন।

সংসদ সদস্য হাছান মাহমুদ বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য ছিলেন দেশের দরিদ্র ও বঞ্চিত মানুষের নেতা। তার রাজনীতির মূল বিষয় ছিল জনগণ, বিশেষ করে দরিদ্র মানুষের কল্যাণ। তিনি যদি রাজনীতি থেকে অর্থ উপার্জন করতে চাইতেন, তা সহজে করতে পারতেন এবং তাকে ভালো পদ দেওয়া হতো।’

তিনি আরও বলেন, ‘এই প্রজন্ম থেকে যারা রাজনীতি করতে চায়, তারা তার আদর্শ অনুসরণ করবে, কারণ তিনি একজন রাজনীতিবিদ হিসেবে ভালো উদাহরণ।’

পুষ্পস্তবক অর্পণের পর ঢাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য একজন গণমানুষের নেতা ছিলেন, যিনি জনগণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তার কিছু অসাধারণ মূল্যবোধ ছিল, যা দরিদ্র মানুষকে আকৃষ্ট করেছিল এবং এই কারণে তিনি নিজেই একটি সংগঠনে পরিণত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। কারণ, তিনি গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করেছেন এবং জনগণ ও রাজনৈতিক সংগঠনের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করেছেন।’

তিনি বলেন, তার মৃত্যু নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

—-ইউএনবি