অনলাইন ডেস্ক :
অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। রহমত উল্লাহকে প্রযোজক আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলা করতে গিয়েছিলেন শাকিব খান। কিন্তু ৩ ঘণ্টা থানায় বসেও মামলা করতে পারেননি শাকিব খান। জানা গেছে, ‘আবেদন ত্রুটিপূর্ণ’ হওয়ায় মামলা নেয়নি পুলিশ। তাকে আবেদনপত্র সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম বলেন, ‘শাকিব খান এক প্রযোজকের নামে মামলা করতে রাতে থানায় আসেন। কিন্তু তার আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় সেটি সংশোধ করে আনার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত মামলা নেওয়া হয়নি।’ গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় পৌঁছেন শাকিব খান। থানায় পৌঁছার প্রাই দুই ঘণ্টা আগে বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। থানায় দীর্ঘ অপেক্ষার পর সাংবাদিকদের সামনে কথা বলতে আসেন। গুলশান থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে- এমনটাই জানিয়ে শাকিব বলেন, আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তাঁরা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাঁরা বলছেন আদালতে এই অভিযোগগুলো নিয়ে মামলা করলে সেটি আরো বেশি পোক্ত হবে। তাই আমি আদালতে মামলা করতে যাব। সেই লোকেরা তাঁকে ইন্ধন দিয়েছেন বলেও দাবি করে শাকিব খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে আমি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’ খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১টা ১৩ মিনিটে গুলশান থানা ত্যাগ করেন ঢাকাই ছবির এই নায়ক। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন- এমন অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ