November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 7:40 pm

শাকিব-পরীর সঙ্গে সিজেএফবি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক :

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। আগামী ২৪ ডিসেম্বর, শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২০’। এবার চলচ্চিত্রে সেরা অভিনেতা হিসেবে শাকিব খান ও সেরা অভিনেত্রী হিসেবে পরীমনি মনোননয় পেয়েছেন। এটি সিজেএফবি’র ২০তম আসর। বিগত সময়ের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে দেশ-সেরা তারকাদের উপস্থিতিতে উদযাপিত হবে অনুষ্ঠানটি। থাকবে সেরা তারকাদের পারফর্মেন্স। চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মাধ্যমে বছর সেরা তারকাদের পারফর্মেন্স এর ভিত্তিতে সংগঠনের সদস্যদের জরিপে এই পুরস্কার প্রদান করা হবে। ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। পুরস্কার প্রদানের মাঝে মাঝে থাকবে দেশ সেরা তারকাদের পারফর্মেন্স। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র সাধারণ সম্পাদক খালেদ আহমেদ বলেন, এবারের আসরে আজীবন সম্মাননা ও বিশেষ বিভাগে ২টি পুরস্কারসহ ২০টি বিভাগে মনোনয়ন পেয়েছেন মোট ৬০ জন। সংগঠনের বিশেষ বৈঠকে ১৯ ডিসেম্বর রোববার সকালে এই সিদ্ধান্ত হয়।
এ বছর মনোনয়ন পেলেন যারা
চলচ্চিত্র বিভাগ
সেরা অভিনেতা: শাকিব খান (শাহেনশাহ), সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী), নিরব হোসেন (হৃদয় জুড়ে)
সেরা অভিনেত্রী: পরীমণি (বিশ্বসুন্দরী), শবনম ইয়াসমিন বুবলি (বীর), নুসরাত ফারিয়া (শাহেনশাহ)
সেরা পরিচালক: চয়নিকা চৌধুরী (বিশ্বসুন্দরী), কাজী হায়াত (বীর), ফখরুল আরেফিন খান (গন্ডি)
সেরা চলচ্চিত্র: বীর, শাহেনশাহ, বিশ্বসুন্দরী
সংগীত বিভাগ
সেরা গায়ক: ইমরান মাহমুদুল (তুই কি আমার হবি রে), তানজীব সারোয়ার (ডুবে ডুবে), মিনার রহমান (কেউ কথা রাখেনি)
সেরা গায়িকা: মিলা (আইসসালা), ঐশী (মেঘের বাড়ি), কণা (তুই কি আমার হবি রে)
সেরা সংগীত পরিচালক: সাজিদ সরকার (ডুবে ডুবে), প্রীতম হাসান (ভেঙ্গে পড়োনা এভাবে), হৃদয় খান (আবারো)
সেরা গীতিকার: তানজীব সারোয়ার (ডুবে ডুবে), কবির বকুল (তুমি আমার জীবন), রাকিব হাসান রাহুল (সুন্দর মানুষ)
সেরা ব্যান্ড: নেমেসিস, আর্টসেল, এভয়েড রাফা
সেরা ফোক গায়ক: শফি ম-ল (গুরুসাধন), পারভেজ (নক্ষত্র), মমতাজ (মানুষগাড়ি)
টেলিভিশন বিভাগ
সেরা অভিনেতা: তাহসান খান (মুখ ও মুখোশের গল্প), জিয়াউল ফারুক অপূর্ব (মিস্টার এ- মিসেস চাপাবাজ), আফরান নিশো (গজদন্তিনী)
সেরা অভিনেত্রী: মেহজাবীন চৌধুরী (ফটোফ্রেম), তানজিন তিশা (হঠাৎ দেখা), তাসনিয়া ফারিন (যে শহরে টাকা ওড়ে)
সেরা অভিনেতা (ক্রিটিক): চঞ্চল চৌধুরী (ছুটি), নুসরাত ইমরোজ তিশা (মুখ ও মুখোশের গল্প), মোশাররফ করিম (যে শহরে টাকা ওড়ে)
সেরা উদীয়মান অভিনেতা: শামীম হাসান সরকার (ফ্যামিলি ক্রাইসিস), মুশফিক আর. ফারহান (ক্রাশ), জিয়াউল হক পলাশ (ব্যচেলর পয়েন্ট)
সেরা উদীয়মান অভিনেত্রী: কেয়া পায়েল (হয়ত তোমারই জন্য), সানজানা সরকার রিয়া (ব্যচেলর পয়েন্ট), সারিকা সাবা (ফ্যামিলি ক্রাইসিস)
সেরা নাটক (ধারাবাহিক): ব্যচেলর পয়েন্ট (ধ্রুব টিভি), ফ্যামিলি ক্রাইসিস (সিনেমাওয়ালা), নোয়াশাল (বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড)
সেরা নাটক (একক): টাকলা (মোশন রক), ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল (সিএমভি), আপা (ব্লাক এ- হোয়াইট)
সেরা পরিচালক: কাজল আরেফিন অমি (ব্যচেলর পয়েন্ট), মোহাম্মদ মোস্তফা কামাল রাজ (ফ্যামিলি ক্রাইসিস), মীর সাব্বির (নোয়াশাল)
সেরা ডিজিটাল প্লাটফর্ম
সেরা ইউটিউবার: তৌহিদ আফ্রিদী, রাবা খান, সালমান মুক্তাদির