অনলাইন ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে রোববার (১৬ এপ্রিল) মুখোমুখি হয়েছিল সিটি ক্লাব ও আবাহনী। বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী জয় পেয়েছে ৫ উইকেটে। সিটি ক্লাবের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ৩৫ দশমিক ১ ওভারেই পৌঁছে যায় আবাহনী। মাত্র ৭ রানেই আবাহনীর দুই উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। ৬৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন জয়। এরপর চারে নামা আফিফ হোসেন ‘ডাক’ মারেন। সুবিধা করতে পারেননি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও। ১১ রান করেই ফেরেন তিনি। ১১২ বলে ১০২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শান্ত। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও ১১টি চার। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। ওপেনার তৌফিক খান তুষার ৫১ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন ২২ ও আসিফ আহমেদ রাতুল ১৭ রান করেন। আবাহনীর রিশাদ হোসেন ২৯ রানে ৪ উইকেট নেন। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সুপার লিগে পৌঁছেছে আবাহনী। ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট রয়েছে শেখ জামালেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় শেখ জামালের অবস্থান দুয়ে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা